বাউফলে পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে জোড় পূবর্ক স্বাক্ষর নেয়ার অভিযোগ গ্রহন করেনি অফিস কর্তৃপক্ষ

বাউফলে পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে জোড় পূবর্ক স্বাক্ষর নেয়ার অভিযোগ গ্রহন করেনি অফিস কর্তৃপক্ষ

এম মনিরুজ্জামান হিরোন.বাউফলঃ  পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে জোড় করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যাক্তিদ্বয় হলেন বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার শেখর চন্দ্র সাহা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের এন ফোর্সম্যান কোঅর্ডিনেটর গৌতম চন্দ্র সাহা। গত ২১জুন তারিখে উপজেলার বগা বন্দর অবস্থিত পল্লী বিদ্যুৎ এর গ্রাহক সজল চক্রবর্তী বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ করলে গ্রহন করেনি কর্তৃপক্ষ গ্রাহক সজল চক্রবর্তী অভিযোগে উল্লেখ করেন, গত ২১ জুন ২০২০ তারিখে গৌতম চন্দ্র দাস শেখর চন্দ্র সাহা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় ভিতি দেখিয়ে মো. আলী আকবরের নামে (বিরুদ্ধে) লিখিত নিয়েছেন। কিন্তু আমি আলী আকবরের কাছে কোন বিল বাবদ টাকা দেই নাই। আমি নিজেই ২৩ জুন ২০২০ তারিখে বিল পরিশোধ করিয়াছি। মো. আলী আকবরের বিরুদ্ধে আমার কোন রকম অভিযোগ নাই। মো. আলী আকবর জানান, শেখর চন্দ্র সাহা গৌতম চন্দ্র দাস আমাকে হয়রানি করার জন্য এসব করেছে। এদিকে শেখর চন্দ্র সাহাকে ফোনে পাওয়া যায়নি। গৌতম চন্দ্র দাস জানান, আমি অসুস্থ আপনি এজিএম স্যারকে ফোন দিন। বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, অভিযোগের আবেদন নিয়ে এসেছিল আমি পটুয়াখালী অফিসে জমা দেওয়ার পরার্মশ দিয়েছি। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাশেদুল ইসলাম জানান, সজল চক্রবর্তীর অভিযোগ বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রহন করার কথা থাকলেও উনি এড়িয়ে গেছেন।